হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে নৌকাকে হারিয়ে জয়ী স্বতন্ত্র প্রার্থী

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ফারিন হোসেনকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী নুরুন্নবী অপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৭ হাজার ৯২৪ টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফারিন হোসেন পেয়েছেন ৪ হাজার ৭৩২ ভোট। 

আজ বুধবার রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তা কামরুন্নাহার শেফা। 

তিনি পৌর নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে নুরুন্নবী অপুর নাম বিজয়ী ঘোষণা করেন। এ ছাড়া পৌরসভার সাধারণ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলরগণের নাম ঘোষণ করেন তিনি। নির্বাচিত কাউন্সিলেরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে নুরে আলম সিদ্দিকী জুয়েল, ২ নম্বর ওয়ার্ডে ফরহাদ হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে এস এম কানন, ৪ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম খোকা, ৫ নম্বর ওয়ার্ডে মহসিন আলী বিপ্লব, ৬ নম্বর ওয়ার্ডে মো. মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডে আমিনুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ডে মো. ওয়াসিম মন্ডল ও ৯ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর নির্বাচিতরা হলেন, ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে মোছা, শাহিনা আক্তার, সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে আসন রুনা লায়লা ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে রেণু আক্তার। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে টানা ৪টা পর্যন্ত। 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ