হোম > সারা দেশ > জামালপুর

জ্যান্ত প্রতীক নিয়ে হাজির সমর্থক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

পছন্দের প্রার্থীর প্রতীক বক। তাই জীবন্ত বক নিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন এক যুবক। আজ রোববার দুপুরে এমন অদ্ভুত কাণ্ডই দেখা গেছে উপজেলার পলবান্দা ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। 

পলবান্ধা ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে বক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিলা বেগম। 

বন্যপ্রাণী শিকার করা নিষেধ হলেও জীবন্ত বক ধরে সেটি হাতে নিয়ে ভোটকেন্দ্রে আসা ওই ব্যক্তি ভোটও চাচ্ছেন ভোটারদের কাছে। তাঁকে ঘিরে ভিড় করতে দেখা গেছে অনেক ভোটারকেই। 

ভোটকেন্দ্রে বক নিয়ে আসা নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন, পছন্দের প্রার্থীর প্রতীক বক। তাই হাতে জীবন্ত বক আর ওই প্রার্থীর পোস্টার নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। আশা রাখি, জীবন্ত বক দেখে বক প্রতীককেই বিজয় করবেন ভোটারেরা।

ভোটকেন্দ্রে ভোট দিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, ভোটকেন্দ্রে জীবন্ত বক দেখে ভালোই লেগেছে।

উপজেলার ৬টি ইউনিয়নে আজ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শুরু হয়েছে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব, আনসার, বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছে। 

৬টি ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।  

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক