বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জের বাল্যবিবাহ বন্ধ করলেন কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস। গত শুক্রবার শনিবার রাত ৯টায় সাধুরপাড়া ইউনিয়নে বাল্যবিবাহের আয়োজন করা হয়েছিল।
জানা গেছে, গত শুক্রবার রাত ৯টায় সাধুরপাড়া ইউনিয়নে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে দিচ্ছিল তার পরিবারের লোকজন। এমন সংবাদের ভিত্তিতে কনের বাড়িতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করে দেন।
পরে মেয়ের বয়স কম হওয়ায় মেয়েপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা এবং পরিবারের কাছে মুচলেকা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানার পুলিশ।