হোম > সারা দেশ > জামালপুর

আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে: মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশে আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর–৩ আসন (মেলান্দহ-মাদারগঞ্জ) ৬ বারের সংসদ সদস্য আলহাজ্ব মির্জা শুক্রবার এ কথা বলেছেন।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করে। মির্জা আবুল কাশেম নুরুন্নাহার অডিটোরিয়াম হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, ‘এ দেশের মানুষের যে কোনো বিপদে আপদে আওয়ামী লীগ সব সময় পাশে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশের মানুষের সেবা করে আসছে আওয়ামী লীগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের মানুষ আবারও আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবেন।’ 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমু প্রমুখ। এ সময় উপজেলা, শহর, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে