হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে অটোরিকশা ও মোটরসাইকেলকে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

শেরপুর প্রতিনিধি

মাইক্রোবাসচাপায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল। ছবি: সংগৃহীত

শেরপুরে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশা ও মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয়জন। গতকাল শনিবার রাতে শহরের অষ্টমীতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন গৌরব ও রনি। দুজনই শহরের কালার ডিজিটাল ল্যাবের কর্মচারী বলে জানা গেছে। ল্যাবের মালিক শুভকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি দ্রুতগতির মাইক্রোবাস শেরপুর শহর থেকে জামালপুরে যাচ্ছিল। পথে অষ্টমীতলা মোড়ে প্রথমে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশাকে চাপা দেয়। তাতে ঘটনাস্থলেই রনি নামের একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে গৌরব নামের আরেকজনের মৃত্যু হয়। এ ছাড়া অবস্থা গুরুতর হওয়ায় শুভ নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসের চালকসহ মাইক্রোবাসে থাকা যাত্রীরা পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস। ছবি: সংগৃহীত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা