হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

জামালপুর ও সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইনতাজ আলী (৫০) ও তাঁর ছেলে ফিরোজ মিয়া (২১)। 

স্থানীয়রা জানিয়েছেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধান খেতে নিজেদের সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে তা মেরামত করতে যায় ফিরোজ মিয়া। বিদ্যুতের তার মেরামতের সময় হঠাৎ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যান তিনি। ছেলের ডাক চিৎকারে বাঁচাতে গিয়ে বাবা ইনতাজ আলী বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। 

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে প্রথমে ছেলে, পরে ছেলেকে বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুতায়িত হয়ে মারা যান। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, গোপলদিঘা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে