হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

জামালপুর ও সরিষাবাড়ী প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইনতাজ আলী (৫০) ও তাঁর ছেলে ফিরোজ মিয়া (২১)। 

স্থানীয়রা জানিয়েছেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধান খেতে নিজেদের সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে তা মেরামত করতে যায় ফিরোজ মিয়া। বিদ্যুতের তার মেরামতের সময় হঠাৎ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যান তিনি। ছেলের ডাক চিৎকারে বাঁচাতে গিয়ে বাবা ইনতাজ আলী বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। 

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে প্রথমে ছেলে, পরে ছেলেকে বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুতায়িত হয়ে মারা যান। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, গোপলদিঘা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা