হোম > সারা দেশ > জামালপুর

দেবরের বিরুদ্ধে ভাবিকে হত্যার অভিযোগ

প্রতিনিধি

দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কোন্দলকে কেন্দ্র করে দেবর মোস্তাক আহাম্মেদের রডের আঘাতে আপন বড় ভাইয়ের স্ত্রী ফুলেরা বেগমের (৩৫) মৃত্যুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেওয়ানগঞ্জ পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাদেশশারিয়া বাড়ি গুজিমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।

দেওয়ানগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সোমবার দিবাগত রাতে আবু কালামের স্ত্রী ফুলেরা বেগমের সঙ্গে ঝগড়া হয় ছোট ভাই মোস্তাক আহাম্মেদের স্ত্রী স্বপ্নার। এই ঝগড়াকে কেন্দ্র করে মধ্য রাতে আবু কালামের ঘরে ঢুকে মোস্তাক ও তাঁর স্ত্রী স্বপ্না লোহার রড দিয়ে ফুলেরা বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। আহত ফুলেরা বেগমকে প্রথমে দেওয়ানগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে মারা যান ফুলেরা বেগম।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর গৃহবধূর মৃত্যুর খবরটি সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আহত ফুলেরা বেগম জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা গিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি, হত্যা ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ