হোম > সারা দেশ > জামালপুর

জুতা পায়ে শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ, বললেন ‘ভুল হয়েছে’

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পায়ে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সাদা। তিনি মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। আজ মঙ্গলবার সকাল আটটা দিকে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে অবশ্য অধ্যক্ষ আবু সাঈদ সাদা বলেছেন, ‘ভুল হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান শহীদ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় শহীদ মিনারে ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সাদা ও শিক্ষকেরা শহীদ মিনারে ফুল দেন। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সাদার পায়ে জুতা ছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তাঁরা দাঁড়িয়ে ছবিও তোলেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। 

এ ঘটনায় বিষয়ে আবু সাঈদ সাদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। শহীদ মিনার ও মাঠ এক সমান। আমি সকালে শহীদদের উদ্দেশে কথাও বলেছি। শহীদ মিনারে হঠাৎ করে উঠেছি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি।’

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শোকজ করা হবে।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার