হোম > সারা দেশ > জামালপুর

জুতা পায়ে শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ, বললেন ‘ভুল হয়েছে’

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পায়ে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সাদা। তিনি মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। আজ মঙ্গলবার সকাল আটটা দিকে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে অবশ্য অধ্যক্ষ আবু সাঈদ সাদা বলেছেন, ‘ভুল হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান শহীদ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় শহীদ মিনারে ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সাদা ও শিক্ষকেরা শহীদ মিনারে ফুল দেন। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সাদার পায়ে জুতা ছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তাঁরা দাঁড়িয়ে ছবিও তোলেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। 

এ ঘটনায় বিষয়ে আবু সাঈদ সাদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। শহীদ মিনার ও মাঠ এক সমান। আমি সকালে শহীদদের উদ্দেশে কথাও বলেছি। শহীদ মিনারে হঠাৎ করে উঠেছি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি।’

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শোকজ করা হবে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে