হোম > সারা দেশ > জামালপুর

জুতা পায়ে শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ, বললেন ‘ভুল হয়েছে’

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পায়ে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সাদা। তিনি মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। আজ মঙ্গলবার সকাল আটটা দিকে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে অবশ্য অধ্যক্ষ আবু সাঈদ সাদা বলেছেন, ‘ভুল হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান শহীদ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় শহীদ মিনারে ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সাদা ও শিক্ষকেরা শহীদ মিনারে ফুল দেন। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সাদার পায়ে জুতা ছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তাঁরা দাঁড়িয়ে ছবিও তোলেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। 

এ ঘটনায় বিষয়ে আবু সাঈদ সাদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। শহীদ মিনার ও মাঠ এক সমান। আমি সকালে শহীদদের উদ্দেশে কথাও বলেছি। শহীদ মিনারে হঠাৎ করে উঠেছি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি।’

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শোকজ করা হবে।’

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু