শেরপুরের নালিতাবাড়ীতে নাছিমা খাতুন ওরফে মায়া রাণী (৩০) নামের এক নারীর কাছ থেকে সাতটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বারমারী এলাকায় ঘটনাটি ঘটে।
দণ্ড পাওয়া নাছিমা খাতুনের বাড়ি নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজার এলাকায়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। তিনি বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।’
উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, মায়া রাণী অনেকদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। পরে আজ রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় উপজেলার বারমারী এলাকায় মায়া রাণীর বাসায় সাতটি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।
উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে যৌথভাবে ওই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এনামুল হকসহ ১১ সদস্যের একটি দল ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।