হোম > সারা দেশ > জামালপুর

বিএনপির রানিং সেক্রেটারি কীভাবে আওয়ামী লীগে ঢুকেছে? 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর উপজেলা বিএনপির রানিং সেক্রেটারি কীভাবে আওয়ামী লীগে ঢুকেছে—এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসেন আরা।

গতকাল শনিবার বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান আনছারীকে উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করায় ক্ষুব্ধ হয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এমন প্রশ্ন করেন। 

ইসলামপুর আসনের এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সভাপতিত্বে স্থানীয় জনতা মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় নিজেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থী উল্লেখ করে সম্মেলন বিষয়ে তাঁর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি মর্মে অভিযোগ করেন সাংসদ হোসনে আরা। তিনি বলেন, 'আমি সভাপতি পদে প্রার্থী হয়ে কোনো দোষ করেছি কি না? প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমাকে সম্মেলনের ডেলিগেট কার্ড দেওয়া হয়নি। কোনো কিছু বলাও হয়নি। এই সম্মেলনে আমাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।'

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ।

বক্তব্যে এমপি হোসনে আরা আরও বলেন, 'জামায়াত-বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই যাতে আওয়ামী লীগের কমিটিতে স্থান না পায়, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।'

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস ছালামের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। 

পরে সাংসদ হোসনে আরা তাঁর প্রার্থিতা প্রত্যাহার করায় প্রতিদ্বন্দ্বী না থাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আগামী তিন বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে এমপি ফরিদুল হক খান দুলাল এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুস ছালামের নাম ঘোষণা করেন। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার