জামালপুরের মেলান্দহে বজ্রপাত এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলার হাজরাবাড়ী পৌরসভার পাহাড়ি পটল এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। তিনি উপজেলার হাজরাবাড়ী পৌরসভার পাহাড়ি পটল গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
নিহত আবুল কালাম আজাদ হাজরাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন এবং হাজরাবাড়ী বাজারে ওষুধের দোকান ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে গরুর জন্য খেতে ঘাস কাটতে গেলে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়, বৃষ্টির মধ্যে ঘাস কাটতে থাকলে বজ্রপাতে মারা যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় ধানখেত থেকে উদ্ধার করে।
এ বিষয়ে নিশ্চিত করে ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোমিনুল ইসলাম বাবু বলেন, গরুর জন্য খেতে ঘাস কাটতে গেলে বজ্রপাতে মারা যায় আবুল কালাম ।