হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মুর্শেদা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৫টার দিকে দেওয়ানগঞ্জ রেলওয়ের স্টেশনের তিন নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মুর্শেদা বেগম উপজেলার পুরাতন ডাকাতিয়াপাড়ার মুকসেদ আলীর মেয়ে। 

স্থানীয়রা জানান, মুর্শেদা বেগম দেওয়ানগঞ্জ স্টেশনে কমিউটার ট্রেনের টিকিট কাটেন। ট্রেন ছাড়ার সময় তিনি ট্রেনে উঠতে চেষ্টা করেন। এ সময় পা পিছলে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। 

নিহতের ভাই ফজলু মিয়া জানান, মুর্শেদা দীর্ঘদিন থেকে রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য সোমবার কমিউটার ট্রেনে তিনি ঢাকার উদ্দেশে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনে যান। ট্রেনে ওঠার সময় তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

সহকারী স্টেশন মাস্টার হাবিবুর রহমান জানান, মুর্শেদা বেগম কীভাবে ট্রেনের নিচে কাটা পড়েন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ট্রেন ছেড়ে দিলে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়েন। 

দেওয়ানগঞ্জের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই হোসেন বলেন, মুর্শেদা অসুস্থ ছিলেন। ধীর গতিতে চলা ট্রেনে উঠতে গিয়ে তিনি কাটা পড়েন। এ বিষয়ে তাঁর স্বজনদের কোনো অভিযোগ নেই।

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু