হোম > সারা দেশ > জামালপুর

বীর মুক্তিযোদ্ধা হত্যায় রেলওয়ে থানার সাবেক ওসিসহ ৪ জনের যাবজ্জীবন

জামালপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলায় রেলওয়ে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর রেলওয়ে থানার সাবেক ওসি ও যশোর জেলার টিবি ক্লিনিক রোড এলাকার বাসিন্দা গৌরচন্দ্র মজুমদার, সহকারী উপপরিদর্শক ও জামালপুরের মেলান্দহ থানার মেঘার বাড়ি এলাকার বাসিন্দা সোরহাব আলী, কনস্টেবল ও চট্টগ্রাম জেলার কুটিয়া থানার মৈতলা এলাকার তপন বড়ুয়া এবং টিসি ও জামালপুরের মেলান্দহ থানার সাদিপাটি এলাকার আনিছুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেলস্টেশনে ছোট ছেলেকে আটকে রাখা ও ঘুষ দাবির কারণ জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে পিটিয়ে আহত করেন আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ময়মনসিংহ সিএমএস হাসপাতালে মারা যান।

এ ঘটনায় ওই বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে শাহ্ মো. মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে