হোম > সারা দেশ > জামালপুর

বীর মুক্তিযোদ্ধা হত্যায় রেলওয়ে থানার সাবেক ওসিসহ ৪ জনের যাবজ্জীবন

জামালপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

জামালপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক হত্যা মামলায় রেলওয়ে থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুর রেলওয়ে থানার সাবেক ওসি ও যশোর জেলার টিবি ক্লিনিক রোড এলাকার বাসিন্দা গৌরচন্দ্র মজুমদার, সহকারী উপপরিদর্শক ও জামালপুরের মেলান্দহ থানার মেঘার বাড়ি এলাকার বাসিন্দা সোরহাব আলী, কনস্টেবল ও চট্টগ্রাম জেলার কুটিয়া থানার মৈতলা এলাকার তপন বড়ুয়া এবং টিসি ও জামালপুরের মেলান্দহ থানার সাদিপাটি এলাকার আনিছুর রহমান।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ জুলাই জামালপুর রেলস্টেশনে ছোট ছেলেকে আটকে রাখা ও ঘুষ দাবির কারণ জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে পিটিয়ে আহত করেন আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ময়মনসিংহ সিএমএস হাসপাতালে মারা যান।

এ ঘটনায় ওই বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে শাহ্ মো. মিজানুর রহমান মুকুল বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা