জামালপুরের মাদারগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ইয়াকুব আলী (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সঙ্গী রাকিব (১৮) নামের আরেক যুবক। গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার জামে মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ইয়াকুব আলী ও রাকিবের বাড়ি উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকায়। নিহত ইয়াকুব এলাকার সামজাহা মণ্ডলের ছেলে এবং রাকিবের বাবার নাম মজনু মিয়া।
স্থানীয়রা বলছে, ইয়াকুব আলী তাঁর এলাকার সম্পর্কে ভাতিজা রাকিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মিলনবাজার থেকে বালিজুড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোসলেমাবাদ জামে মসজিদেসংলগ্ন এলাকায় পৌঁছালে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক আবু রায়হান তাঁকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আবু রায়হান বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া ইয়াকুব আলীকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ বিষয়ে পরিবার কিংবা কারও পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।