হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় নদী থেকে মনির হোসেন (৩৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে গাইবান্ধা ইউনিয়নের নয়া মালমারা গ্রামের শিয়ালদহ নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশটি উদ্ধার করে। গতকাল রোববার দুপুরে নদীতে নৌকা নিয়ে মাছ ধরার সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন মনির হোসেন। ইসলামপুর থানার উপপরিদর্শক আক্রাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

মনির হোসেন গাইবান্ধা ইউনিয়নের নতুন সাহাপাড়া গ্রামের মৃত সোলায়মানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে চার সঙ্গীসহ বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে শিয়ালদহ নদীতে মাছ ধরতে যান মনির হোসেন। একপর্যায়ে মাছ ধরার নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কার্যালয়ে খবর দেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েও মনির হোসেনের সন্ধান না পাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করেন। আজ সোমবার পুনরায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে নদীতে নামলে মনির হোসেনের মরদেহর সন্ধান পান তাঁরা। 

ইসলামপুর থানার উপপরিদর্শক আক্রাম হোসেন বলেন, ‘ওসি স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানিতে ডুবে নিখোঁজ মনির হোসেনের লাশ ২১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মনির হোসেন দুই ছেলে ও এক মেয়ের জনক।’ 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মনির হোসেনের লাশ হস্তান্তর করা হয়েছে।’ 

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা