হোম > সারা দেশ > জামালপুর

৭২ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরল যমুনা ফার্টিলাইজার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

গ্যাস সংকটে ৭২ দিন বন্ধ থাকার পর ফের ইউরিয়া সার উৎপাদন শুরু করেছে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার রাত থেকে উৎপাদনে গেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত এই সারকারখানা। 

গত ১ নভেম্বর যমুনা ফার্টিলাইজার কোম্পানিকে গ্যাস সরবরাহ শুরু করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার পর গতকাল বৃহস্পতিবার অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। 

স্যার উৎপাদনের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন। তিনি বলেন, ‘সংকটের কারণে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় গত ৫ সেপ্টেম্বর থেকে ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে পড়ে। গত ১ নভেম্বর ফের গ্যাস সংযোগ দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। উৎপাদন প্রক্রিয়ায় যেতে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয়। সে ধাপগুলো পেরিয়ে
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।’ 

কারখানা সূত্রে জানা গেছে, ইউরিয়া সার উৎপাদনের প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি। দিনে উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। সার উৎপাদনে এই কারখানায় দিনে ৪৫ মিলিয়ন ঘন ফুট গ্যাসের প্রয়োজন হয়। চাহিদা মাফিক চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় চলতি বছরের ৫ সেপ্টেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। 

গত ১ নভেম্বর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ৭২ দিন পর ফের ইউরিয়া সার উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা