হোম > সারা দেশ > জামালপুর

এক রাতেই গ্রেপ্তার ২৭, আতঙ্কে বাড়ি ছাড়ছেন বিএনপির নেতারা

জামালপুর প্রতিনিধি

অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে জামালপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের চার মামলায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে অনেক নেতা-কর্মী গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

গতকাল বুধবার রাতে জামালপুর সদর, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ থানায় এ মামলা করা হয়। এতে ১৪৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ চার পুলিশ জানায়, জামালপুর সদর থানায় ৫৪ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০ জনকে। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বকশীগঞ্জ থানায় ৩০ জনের নাম এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। এর মধ্যে রাতেই শহরের সীমারপাড়া ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে ইসলামপুর থানায় ২৪ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ জনকে। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর দেওয়ানগঞ্জে ৪০ জনের নামে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ জনকে। শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 

জামালপুরে বিএনপির নেতা-কর্মীদের বাসাবাড়িতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অনেক নেতা-কর্মী পুলিশের গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এদের বেশির ভাগ রাজধানীতে বিএনপির সমাবেশে অংশ নিতে আগেভাগেই চলে গেছেন। 

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, ‘সরকার ঢাকার বিএনপির সমাবেশ বানচাল করতেই বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করছে। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা সফল হবে না। যত বাধাই আসুক, ঢাকার মহাসমাবেশ সার্থক এবং সফল করব।’

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা