হোম > সারা দেশ > জামালপুর

করোনার পাশাপাশি ইসলামপুরে বাড়ছে ডেঙ্গু রোগের ঝুঁকি

প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

জামালপুরের ইসলামপুরে করোনার ভয়াবহতা পরিস্থিতিতে নতুন করে যুক্ত হয়েছে মশার উপদ্রব। এতে নতুন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা মশকনিধন অভিযান শুরুর দাবি জানিয়েছেন।

পৌর এলাকার বাসিন্দারা জানান, মশার উপদ্রব বেড়ে যাওয়ায় পৌরবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিন-রাতে সব সময় মশার কামড়ে নাজেহাল অবস্থায় আছেন তাঁরা। অফিস, বাসা–বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান সর্বত্রই মশার উপদ্রব। ধোঁয়া, ধূপ ও মশার কয়েল জ্বালিয়ে রেখেও মশার অত্যাচার কমছে না। এ কারণে বেশি বিপাকে রয়েছেন বৃদ্ধ ও শিশুরা।

ভুক্তভোগীরা জানান, সন্ধ্যা হলেই মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে কয়েক গুণ। কিন্তু মশা নিধনের জন্য কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। সামান্য বৃষ্টি হলেও রাস্তাঘাটে জলাবদ্ধতা হওয়ায় সেখান থেকেও মশার বংশ বিস্তার হচ্ছে। এসব রাস্তাঘাটের জলাবদ্ধতা নিরসনে এবং নালা মেরামত করা জরুরি হয়ে পড়েছে।

পৌর এলাকার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ময়দান, বেলাল, পারভীন বেগম ও ফকির মিয়া জানান, মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গেই মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এতে দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। কয়েল, স্প্রে বা মশারি টাঙিয়েও মশার উৎপাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার পর মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী।

স্কুল শিক্ষার্থী আকলিমা, সুজেদা, সায়লা, মনির, দিদারসহ অনেকেই জানান, সন্ধ্যার পর ঠিকভাবে মশার কামড়ে পড়ালেখা করা যায় না। ঝাঁকে-ঝাঁকে মশা কামড়ায়। মশার কামড়ে শরীর ফুলে যায়। সন্ধ্যার পরে পড়া-লেখা করা কঠিন গেছে বলে জানান তারা।

পৌর শহরের বাসিন্দা মোরাদ ফকির বলেন, `যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলার কারণে মশার উপদ্রব বেড়ে গেছে। পৌরসভায় পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা নেই। এতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলায় বৃষ্টি হলেই তাতে পানি জমে মশার বংশ বিস্তার হচ্ছে।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, 'এ উপজেলায় এখনো ডেঙ্গুর কোনো রোগী পাওয়া যায়নি। তবে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মানুষকে সচেতন করা হচ্ছে।'

পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ  বলেন, ‘মশা নিধনের জন্য আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। আমি প্রতিদিন পৌরবাসীর খোঁজখবর নিচ্ছি।'

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২