হোম > সারা দেশ > নেত্রকোণা

বারহাট্টায় পোনা ও মা মাছ শিকার, নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংগুয়ার বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে জব্দ করা ১১টি চায়না দুয়ারি জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। 

এর আগে রোববার বিকেলে সিংগুয়ার বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ও স্থানীয়দের উপস্থিতিতে উপজেলা মৎস্য অফিসের সামনে আজ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সিংগুয়ার বিলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল দিয়ে দিনরাত মা মাছ, পোনাসহ দেশীয় মাছ ধরছে এলাকার কিছু মানুষ। এমনকি মাছ ধরতে বিলের পাড়ে স্থাপনাও তৈরি করেছে। খবর পেয়ে গতকাল রোববার বিকেলে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ। 

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ও থানা পুলিশের একটি দল তাঁর সঙ্গে ছিলেন। অভিযানে ১১টি চায়না দুয়ারি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় একটি অবৈধ স্থাপনাও ভেঙে দেওয়া হয়। 

তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সংশ্লিষ্ট লোকজন সটকে পড়েন। পরে আজ সোমবার দুপুরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। 

সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ জানান, এসব জালে মাছের পোনাসহ নানা জলজ প্রাণীও উঠে আসে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, মা মাছ, রেণু পোনা নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা