হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেপ্তার ৩

ময়মনসিংহ ও নান্দাইল প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে নারী পোশাকশ্রমিককে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার আসামিরা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে নারী পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বুধবার রাতে কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. শাকিল মিয়া (২৩), মো. মমিন উদ্দিন (২৩) ও মো. জাহাঙ্গীর আলম (২৪)। তাঁদের নান্দাইল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সবাই উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের বাসিন্দা। মামলার প্রধান আসামি মামুন মিয়া (২৩) পলাতক।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, নান্দাইল উপজেলার একটি এলাকায় ১৬ বছরের কিশোরী পোশাকশ্রমিককে গত ১৮ জুলাই রাতে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন মামুন, জাহাঙ্গীর, শাকিল ও মমিন। এ ঘটনায় কিশোরীর বাবা ২২ জুলাই নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মমিন ও জাহাঙ্গীরকে কুমিল্লা থেকে এবং শাকিলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি মামুন মিয়াকেও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক