হোম > সারা দেশ > জামালপুর

দেওয়ানগঞ্জে বসতঘরে ট্রাক উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বসতঘরে সারবোঝাই ট্রাক উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের গারোহারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন হলেন জয়নাল আবেদীন (৫০) ও তাঁর স্ত্রী হাছনা বেগম (৪২)। 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো সাংসারিক কাজ শেষে জয়নাল আবেদীন স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ঢাকা-রৌমারীগামী সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়োহারি এলাকায় সড়কের পাশে জয়নাল আবেদীনের বসতঘরের ওপর উল্টে যায়। এ সময় ঘরটি দুমড়েমুচড়ে যায় এবং ঘুমন্ত অবস্থায় জয়নাল ও তাঁর স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। 

ঘরে থাকা ঘুমন্ত দুই সন্তান বেঁচে যায়। আশপাশের লোকজন দুজনকে উদ্ধার করেন। এ সময় ড্রাইভার ও হেলপার পালিয়ে যান। 

সানন্দবাড়ী ফাঁড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ যোহায়ের হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর রাতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ওপর উল্টে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা ও সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত। 

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু