জামালপুরের মেলান্দহে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালের সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ওই প্রতিযোগিতা স্থগিত করা হয়। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের আমড়ীতলা ঘাট এলাকায় এ সংঘর্ষ ঘটে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, নৌকাবাইচের সময় নৌকার মাঝিদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর থেকে শ্যামপুরে আমড়ীতলা ঘাটে নৌকাবাইচ শুরু হয়। গতকাল শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল ছিল। এতে ইসলামপুর উপজেলার তুফান ও মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের সোনারতরী নৌকার মধ্যে প্রতিযোগিতা হয়। দুই নৌকা খুব কাছাকাছি দিয়েই এগিয়ে চলছিল। এ সময় ইসলামপুরের তুফান নৌকা এগিয়ে গেলে পেছন থেকে ঝাউগড়ার সোনার তরী নৌকার মাঝিরা তুফান নৌকাকে টেনে ধরেন। এর পরেই দুই পক্ষের মাঝিমাল্লাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নৌকাবাইচ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান খলিল বলেন, ‘ঝাউগড়ার নৌকার সঙ্গে ইসলামপুরের নৌকার জোর প্রতিযোগিতা চলছিল। দুই নৌকা খুব কাছাকাছি দিয়ে যাচ্ছিল, এ সময় এক নৌকার সঙ্গে অন্য নৌকার ঘষা লাগে। এটা নিয়েই গণ্ডগোল হয়েছে। এ ঘটনায় খেলা স্থগিত করা হয়েছে।’