হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে ভাঙা ব্রিজ নিয়ে দুর্ভোগে হাজার হাজার মানুষ

প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মোহাম্মদপুর ও মালমারা বাজারসংলগ্ন এলাকার সেতুটি গেল বছর বন্যায় বিধ্বস্ত হয়। এখনো তা সংস্কার না করায় চরম দুর্ভোগে রয়েছে এই অঞ্চলের মানুষ। মোহাম্মদপুর ও মালমারা দুই বাজারের ব্যবসায়ীরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গত বছর বন্যার সময় মোহাম্মদপুর ও মালমারা বাজারের কাছের এই সেতুর সংযোগ সড়কটি ধসে পড়ে। দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও এই সংযোগ সড়ক আর নির্মিত হয়নি। এত দীর্ঘ সময় স্থানীয় এলাকাবাসী ভোগান্তিতে থাকলেও বিষয়টি নজরে আসেনি কর্তৃপক্ষের।

স্থানীয়দের অভিযোগ, সেতুটির সামনে বাঁশের আড়াআড়ি বাঁধ দেওয়ায় বন্যার পানির প্রচণ্ড স্রোতে দুপাশের সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় সেতুটি। এতে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ ও দুই বাজারের শত শত ব্যবসায়ী চরম দুর্ভোগের মধ্যে পড়েন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুস সালাম বলেন, এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এ সেতু এক বছর আগে ভেঙে গেলেও স্থানীয় প্রকৌশল বিভাগ কোনো নজর দেয়নি।

বিষয়টি সম্পর্কে জানতে উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে উপজেলা চেয়ারম্যান জামাল আবদুন নাছের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এরই মধ্যে ব্রিজটি পরিদর্শন করেছি। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে