হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি বাড়ি, দুটি দোকান ও স্থানীয় স্পোর্টিং ক্লাব থেকে কালোবাজারে বিক্রি হওয়া সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এসব জব্দ করা হয়। চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপহার হিসেবে গরিব ও দুস্থদের মধ্যে সরকারিভাবে ১০ কেজি করে বিতরণের জন্য এসব চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের কতিপয় চাল ব্যবসায়ী ভিজিএফের চাল কালোবাজারি করে কিনে বিক্রির উদ্দেশ্যে মজুত করেন। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী একটি বাড়ি, দুটি দোকান ও স্থানীয় স্পোর্টিং ক্লাব থেকে ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি পাটের বস্তা পরিবর্তন করে এসব চাল প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করার প্রক্রিয়া চলছিল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘অবৈধভাবে ক্রয় করে স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করা ভিজিএফের ১১৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে