হোম > সারা দেশ > ময়মনসিংহ

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে

ময়মনসিংহ প্রতিনিধি

অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মৃত্যুঝুঁকি বাড়িয়ে তোলে। তাই দেরি না করে সময়মতো চিকিৎসা নিন। গতকাল রোববার ময়মনসিংহ ডায়াবেটিক সমিতি আয়োজিত বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। 

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘নিরাপদ খাদ্য আর সুশৃঙ্খল জীবন যাপনই ডায়াবেটিস থেকে আমাদের সুরক্ষা দিতে পারে। খাদ্যে ভেজাল, দূষিত পরিবেশ ও সর্বোপরি খাদ্যাভ্যাস পরিবর্তন এবং যান্ত্রিক জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়ার কারণে আমাদের দেশে ডায়াবেটিসের হার দ্রুত বাড়ছে। এ ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমাদের এখনই সোচ্চার হতে হবে।’   

সমিতির দপ্তর সম্পাদক সাংবাদিক নজীব আশরাফের সঞ্চালনায় অধ্যক্ষ গোলাম সরওয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট ফরিদ আহমেদ, সহসভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলী, রোটারেক্ট ক্লাবের সাবেক সভাপতি ফারুক খান পাঠান, সমিতির সিনিয়র মেডিকেল অফিসার ডা. নার্গি আরা বীথি প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি ফরহাদ হাসান খান, সমিতির যুগ্ম সম্পাদক আনিস উদ্দিন আহমেদ, সমিতির প্রচার সম্পাদক আনিসুর রহমান, কার্যকরী সদস্য ছিদ্দিক আলী মল্লিক, মমতাজ উদ্দিন মন্তা, অ্যাডভোকেট অশোক কুমার সরকার, কাওসার জামান চৌধুরী, ইয়াজদানী কোরায়শী কাজল। 

আলোচনা সভা শেষে সমিতির নেতারা হরিকিশোর রায় রোডে সমিতির কার্যালয় প্রাঙ্গণে একটি শোভাযাত্রা করেন। এছাড়াও সমিতি প্রাঙ্গণে ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ডসহ অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

আরও পড়ুন:

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র