হোম > সারা দেশ > জামালপুর

প্রতারণার মামলায় জামালপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

শাজাহান মিয়া। ছবি: সংগৃহীত

ডলার প্রতারণার মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে গতকাল রোববার বিকেলে তাঁকে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডলার প্রতারণার অভিযোগে গত বছর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে আর কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রথমবারের মতো শাজাহান মিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে