হোম > সারা দেশ > জামালপুর

প্রতারণার মামলায় জামালপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  

শাজাহান মিয়া। ছবি: সংগৃহীত

ডলার প্রতারণার মামলায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।

এর আগে গতকাল রোববার বিকেলে তাঁকে নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডলার প্রতারণার অভিযোগে গত বছর দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলায় ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়ার বিরুদ্ধে আর কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ মার্চ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে প্রথমবারের মতো শাজাহান মিয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাহাদুরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা