হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে দুই গৃহবধূর মৃত্যু

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুই নারী হলেন উপজেলার তাওয়াকুড়া গ্রামের তারাব আলীর স্ত্রী সখিনা খাতুন (৫০) ও প্রতিবেশী আন্তাজ আলীর স্ত্রী নুরুন্নাহার (৩৫)। ওই দুই নারী সম্পর্কে জা হন। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার দিকে দাওয়াকুড়া গ্রামের সখিনা খাতুন তার গৃহপালিত মুরগি খুঁজতে বের হন। এ সময় প্রতিবেশী মতলেব মিয়ার বাড়িতে যান। যাওয়ার সময় বৃষ্টির পানি থাকায় মতলেব মিয়ার ঘরের পাশ ঘেঁষে যাওয়ার জন্য সখিনা টিনের বেড়া ধরেন। ওই সময় আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সখিনা মাটিতে লুটিয়ে পড়েন। এ দিকে সখিনার মাটিতে লুটিয়ে পড়া দেখে তাঁর ছোট জা নুরুন্নাহার তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। পরে তাকে স্পর্শ করা মাত্র তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাঁদের দুজনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, দাওয়াকুড়া গ্রামে দুই নারী বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে