সারা দেশে সাংবাদিকদের ওপর হামলা যেভাবে বাড়ছে, তা খুবই আশঙ্কাজনক। এমন হামলা ও নির্যাতন স্বাধীন সংবাদপ্রবাহকে বাধাগ্রস্তের পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে।
দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের হয়রানি এবং কক্সবাজারে ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার জামালপুর শহরের শহীদ হারুন সড়কের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে প্রেসক্লাব জামালপুর ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক।
বক্তব্য দেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।