হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুর পৌর মেয়রকে অপসারণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে পদ থেকে অপসারণ চেষ্টার অভিযোগ উঠেছে। অপসারণ চেষ্টার প্রতিবাদে আজ রোববার মেয়রের সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। 

মেয়রের অনুসারীদের উদ্যোগে আজ ইসলামপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এতে প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখ। 

বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় মেয়র আব্দুল কাদের সেখের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় পৌর কাউন্সিলরা নানা রকম ফন্দি-ফিকির আঁটছেন। উদ্দেশ্য হাসিল করতে ইতিমধ্যে মেয়র পদ থেকে অপসারণের দাবিতে আব্দুল কাদের সেখের বিরুদ্ধে তাঁরা উঠে-পড়ে লেগেছেন। 

জানা গেছে, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে অনাস্থা দিয়েছেন ১১ জন কাউন্সিলর। এরই মধ্যে সে অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ। 

পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘কাউন্সিলরদের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার অপরাজনীতির শিকার হয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি দলের মনোনয়নপ্রত্যাশী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউন্সিলরদের দিয়ে দলের একটি পক্ষ উঠে-পড়ে লেগেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীন উদ্দেশ্যে নানাবিধ অভিযোগ তুলে মেয়র পদ থেকে অপসারণের চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে।’

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২