হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় জুঁই আক্তার (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় উপজেলার কুলিয়া ইউনিয়নের আমডাঙ্গা নতুনবাড়ী এলাকা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জুঁই আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত জুঁই ওই এলাকার আহালু মিয়ার ছেলে সবুজ মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে সবুজ ও তাঁর বাবা আসালু মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আড়াই বছর আগে সবুজ মিয়ার সঙ্গে সাদিবাড়ী এলাকার জয়নাল আবেদীনের মেয়ে জুঁই আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের ৮ মাস বয়সের কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে বিভিন্ন সময়েে ঝগড়া-বিবাদ হতো। সোমবার ওই দিন তাঁদের মধ্যেও ঝগড়া হয়।

নিহতের বাবা জয়নাল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়েকে প্রায় সময় মারধর করত সবুজ। বিয়ে পর অনেকবার সালিস হয়েছে। সন্ধ্যায় ফোন দিয়ে আমাকে বলে মারামারি হয়েছে। পরে আমি বলছি, “যাইতাছি আমি লোকজন নিয়া।” যাওয়ার মাঝপথেই ফোন দিয়ে বলে মারা গেছে। আমার মেয়েকে মাইরা ফেলছে সবুজ। আমার মেয়ে হত্যার বিচার চাই।’

এ ঘটনায় সবুজের মা সালামা বেগম বলেন, ‘আমি সারা দিন ধানখেতে ছিলাম। দিনে তাদের মধ্যে কী হয়েছে জানি না। কখন যেন জুঁই দরজা বন্ধ করে শুয়ে পড়ে। রাতে গিয়ে দেখি ঘরের দরজা বন্ধ। ডাক দিলে সাড়াশব্দ না করলে বড় ঘরের মাচার নিচ দিয়ে গিয়ে দেখি ফাঁসি দিয়েছে। পরে আমি চিৎকার দিলে লোকজন এসে ফাঁসি থেকে নামিয়ে মাথায় পানি ও হাত-পায়ে তেল মালিশ করেছি।’

মেলান্দহ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, নিহতের গলায় লম্বা দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত জুঁই আক্তারের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা, নাকি আত্মহত্যা।

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার