হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে সরিষার তেলকে সহজলভ্য করতে প্রশাসনের উদ্যোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভোজ্যতেল হিসেবে সরিষার তেলকে সহজলভ্য করার বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, ভেটেরিনারি সার্জন ডা. আবু সায়েম, কৃষি সম্প্রসারণ কর্ম্লকর্তা মওদুদ আহমেদ, মো. আনোয়ার হোসেন, উদ্যোক্তা মোস্তফা কামাল, ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলিশায় রিছিল। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই লিটার খাঁটি সরিষার তেল ৫০০ টাকা ও পাঁচ লিটার সরিষার তেল ১২০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও উদ্যোক্তা মোস্তফা কামাল এই তেল সরবরাহ করবে। 

কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর উপজেলায় ১ হাজার ২১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়। চলতি ২০২৩-২৪ অর্থবছরে উপজেলায় সরিষার আবাদ বৃদ্ধি পেয়ে হয়েছে ২ হাজার ১৭৩ হেক্টর। গত বছরে পতিত থাকা ৯৬৩ হেক্টর জমিও এবার সরিষা আবাদের আওতায় এসেছে।

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২