হোম > সারা দেশ > জামালপুর

সাংবাদিক নাদিম হত্যা: মামলার তিন আসামিকে কারাগারে প্রেরণ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্ট থেকে জামিনে থাকা আসামিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আজ রোববার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল্লাহ পিয়াস এ আদেশ দেন। 

তিন আসামি হলেন মামলার ১৫ নম্বর আসামি রুবলে মিয়া, ১৮ নম্বর আসামি মো. আবু সাঈদ এবং ২১ নম্বর আসামি রফিকুল ইসলাম। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

অ্যাডভোকেট ইউসূফ আলী বলেন, ‘সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার এই তিনজন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন। উচ্চ আদালত থেকে নেওয়া তাঁদের জামিনের সময় শেষ হওয়ার পর আজ রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করতে আসেন। এ সময় মামলার তদন্তকারী সংস্থা তিনজনের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাঁদের রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

চলতি বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় ১৭ জুন বকশীগঞ্জ থানায় মামলা করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। যাতে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে