হোম > সারা দেশ > জামালপুর

সাংবাদিক নাদিম হত্যা: মামলার তিন আসামিকে কারাগারে প্রেরণ

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্ট থেকে জামিনে থাকা আসামিরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আজ রোববার দুপুরে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল্লাহ পিয়াস এ আদেশ দেন। 

তিন আসামি হলেন মামলার ১৫ নম্বর আসামি রুবলে মিয়া, ১৮ নম্বর আসামি মো. আবু সাঈদ এবং ২১ নম্বর আসামি রফিকুল ইসলাম। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসূফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

অ্যাডভোকেট ইউসূফ আলী বলেন, ‘সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার এই তিনজন আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আসেন। উচ্চ আদালত থেকে নেওয়া তাঁদের জামিনের সময় শেষ হওয়ার পর আজ রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমপর্ণ করতে আসেন। এ সময় মামলার তদন্তকারী সংস্থা তিনজনের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তাঁদের রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

চলতি বছরের ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় ১৭ জুন বকশীগঞ্জ থানায় মামলা করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। যাতে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্যসেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক