হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলাম নামে (১৮) কলেজপড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলার ইসলামপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার আগে রফিকুল ইসলাম নিজে মোটরসাইকেল চালিয়ে তার দুই বন্ধুকে নিয়ে দেওয়ানগঞ্জ উপজেলায় ঘুরতে যাচ্ছিল। পথে ইসলামপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাঙ্গালিয়া এলাকা অতিক্রমের সময় রফিকুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের গাছকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। রফিক ইসলামপুর উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা দ্রুত আহত ইউসুফ ও রায়হানকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে ইউসুফে অবস্থা গুরুতর হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে নিহত কলেজছাত্রের লাশ নিয়ে গেছেন।’ 

গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রফিকুল অত্যন্ত ভালো ছেলে ছিল।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা