হোম > সারা দেশ > জামালপুর

চাঁদাবাজির টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি 

গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে চাঁদাবাজির অভিযোগে শহরের শাহপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকাসহ হাবিবুর রহমান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ শনিবার স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক। এর আগে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়।

আটক হাবিবুর রহমান জামালপুর পৌর এলাকার শাহপুর এলাকার বাসিন্দা। সে জামালপুর শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য।

পুলিশ জানিয়েছেন, হাবিবুর রহমান শহরের শাহপুর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের কাছে কিছুদিন ধরে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। নজরুল ইসলাম তাঁর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন এবং জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ পাওয়ার পরপরই যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার রাতে সেনাবাহিনীর একটি দল ও পুলিশ সদস্যরা যৌথভাবে শাহপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে হাবিবুর রহমানকে ঘটনাস্থল থেকে ৫০ হাজার টাকাসহ চাঁদাবাজির সময় হাতেনাতে আটক করা হয়।

এলাকাবাসীরা বলে, দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছিলেন। ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপে চাঁদাবাজ চক্রের এক সদস্যকে আইনের আওতায় নিয়ে আসায় এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। অভিযানে অভিযুক্ত হাবিবুর রহমানকে চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে