জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকার জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫) ও মৃত শাহ আলীর ছেলে গোলাম রাব্বানী (৫৫)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান নিজ বাড়িতে বসে মাদকের ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি গাঁজা এনে বিক্রি করেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ কেজি গাঁজা, গাঁজা পরিমাপের ডিজিটাল মেশিন ও গাঁজা পরিবহন করার ব্যাগসহ জিয়াউর রহমান ও গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বাড়িতে বসে গাঁজা বিক্রি করতেন।’