হোম > সারা দেশ > জামালপুর

মেলান্দহে গাঁজাসহ গ্রেপ্তার ২

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলায় এক বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী এলাকার জিয়াউর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫) ও মৃত শাহ আলীর ছেলে গোলাম রাব্বানী (৫৫)। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান নিজ বাড়িতে বসে মাদকের ব্যবসা করছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনি গাঁজা এনে বিক্রি করেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাঁচ কেজি গাঁজা, গাঁজা পরিমাপের ডিজিটাল মেশিন ও গাঁজা পরিবহন করার ব্যাগসহ জিয়াউর রহমান ও গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করা হয়। পরে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বাড়িতে বসে গাঁজা বিক্রি করতেন।’

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু