সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে আঙ্গুরী বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঙ্গুরী বেগম একই এলাকার মোজাম্মেল হকের স্ত্রী।
ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল জানান, শুক্রবার সন্ধ্যায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে আঙ্গুরী বেগম গোয়াল ঘরে গরু আনতে বাইরে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত তাঁর মৃত্যু হয়।
এ দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নে বজ্রপাতে ২ নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে চর সরিষাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, চর সরিষাবাড়ী গ্রামের মৃত আ. আজিজ এর স্ত্রী আনোয়ারা বেগম (৫৬) ও বেলাল হোসেনের স্ত্রী লাকী আক্তার (৩৫)।