হোম > সারা দেশ > জামালপুর

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে প্রতিবন্ধী যুবক নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। নিহত যুবকরে নাম শামীম মিয়া (২৫)। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশলনগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শামীমের স্ত্রী তাসলিমা আক্তার জানান, জমি নিয়ে তাঁর শ্বশুর নায়েব আলীর সঙ্গে জ্যাঠাশ্বশুর সাইফুল ইসলামের বিরোধ চলছিল। গতকাল সোমবার বিকেলে ওই জমিতে বেগুনের চারা রোপণ করেন শামীম মিয়া। কিন্তু রাতে বেগুনের চারাগুলো উপড়ে ফেলা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শামীম মিয়া ও তাঁর মা শাহীনা বেগম (৪৫) সাইফুল ইসলামকে বিষয়টি জানাতে গেলে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাইফুলসহ তাঁর ছেলে মনোয়ার হোসেন, উজ্জ্বল মিয়া, আনোয়ার হোসেন মিলে শারীরিক প্রতিবন্ধী শামীম মিয়া ও তাঁর মাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া দিলে তাঁরা দুজন নিজেদের বাড়ির সীমানায় চলে আসেন। এ সময় তাঁরা মা ও ছেলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। শামীমের স্ত্রীর বড় ভাই জাহাঙ্গীর আলম (২৫) ঠেকাতে গেলে তাঁকেও কুপিয়ে আহত করা হয়। 

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় শামীম মিয়া, শাহীনা বেগম ও জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শামীম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহে নেওয়ার পথে শামীম মিয়ার মৃত্যু হয়। বর্তমানে শাহীনা বেগম ও জাহাঙ্গীর আলম বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।  

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাস্থল থেকে রামদা ও লোহার ফলাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। থানার পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা