জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় ১৮ দিন পর আবারও উৎপাদন শুরু হয়েছে। অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্রুটি সারিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে কারখানায় সার উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানা লিমিটেড (জেএফসিএল) সূত্র জানায়, দেশের বৃহত্তম দানাদার ইউরিয়া উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান যমুনা সার সারখানা। গত ৫ ফেব্রুয়ারি রাতে কারখানার অ্যামোনিয়া প্লান্টের রি-ফরমারে যান্ত্রিক ক্রটি দেখা দেয়। এ কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। অ্যামোনিয়া প্লান্টের রি-ফরমারে যান্ত্রিক ত্রুটি সারানোর ১৮ দিন পর আজ বৃহস্পতিবার বিকেলে আবারও উৎপাদন শুরু হয়।
২০২২-২০২৩ অর্থবছরে বিসিআইসি যমুনা সার কারখানায় ২ লাখ ৬০ হাজার টন সার উৎপাদনের লক্ষ্যমাত্রা বেধে দেয়। উৎপাদন হয়েছে ১ লাখ ১৯ হাজার মেট্রিক টন। মজুদ রয়েছে ৬১ হাজার ২৮৬ মেট্রিক টন।
কারখানার ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ক্রটি সারিয়ে ১৮ দিন পর কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।