হোম > সারা দেশ > জামালপুর

ইসলামপুরে একই দিনে সাজাপ্রাপ্ত ৫ আসামি গ্রেপ্তার

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর একই দিনে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে গ্রেপ্তার আসামিদের জামালপুর জেলা জজ ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সাজাপ্রাপ্ত আসামিরা হলেন উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা গ্রামের মোশারফ হোসেনের ছেলে জাকারিয়া (২৫), খদিয়ারচর উত্তরপাড়া গ্রামে মৃত নেন্না প্রমানিকের ছেলে হাবিবুর রহমান (৩৫), কুমিরদহ গ্রামের মৃত জানিক রবিদাসের ছেলে বিসুনাথ রবিদাস (৪০), ইসলামপুর সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ শিবলাল রবিদাসের ছেলে রঞ্জিত বাবু (২৫), গাওকুড়া ঋষিপাড়া গ্রামের মৃত ঠান্ডা ঋষির ছেলে সন্তোষ ঋষি (২৮)। 
 
ইসলামপুর থানা সূত্রে জানা যায়, প্রথমবারের মতো একই দিন সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে একদিনে এত সংখ্যক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করার রেকর্ড এই থানায় নেই। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জাকারিয়ার বিরুদ্ধে যৌতুক আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ছয় মাস সশ্রম কারাদণ্ড হয়েছে বিসুনাথ রবিদাস, রঞ্জিত বাবু, সন্তোষ ঋষি ও হাবিবুর রহমানের। 
 
ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ‘এই থানায় একই সঙ্গে এতগুলো সাজাপ্রাপ্ত আসামি এর আগে গ্রেপ্তার করা হয়েছে কি না, সেটা আমাদের জানা নেই।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ‘সম্প্রতি গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জামালপুর জেলা জজ ও দায়রা আদালতের সংশ্লিষ্ট বিচারক পৃথক পৃথক মামলায় বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেন। আমরা গ্রেপ্তারি পরোয়ানামূলে আসামিদের গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে