হোম > সারা দেশ > জামালপুর

৬ বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে ৬ বছরের ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে পৌরসভার চর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে অভিযুক্ত রহিম উদ্দিনকে একমাত্র আসামি করে থানায় মামলা করেন। 

খবর পেয়ে রাতে মডেল থানার পুলিশ অভিযুক্ত রহিম উদ্দিনকে (৫০) গ্রেপ্তার করে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিশু গতকাল সোমবার বিকেলে বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় অভিযুক্ত প্রতিবেশী রহিম উদ্দিন শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে ছাপড়াঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ঘর থেকে বের করে দিলে শিশুটি কান্নাকাটি করে বাড়িতে চলে যায়। ভুক্তভোগী শিশুর মা কান্নার কারণ জানতে চাইলে পুরো ঘটনা খুলে বলে। পরে তাৎক্ষণিকভাবে থানায় খবর দিলে পুলিশের একটি দল অভিযুক্ত রহিমকে আটক করে। 

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক জানান, ৬ বছরের শিশুকে ধর্ষণের খবর পেয়ে রাতেই অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা গত রাতেই একটি মামলা করেছেন। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। 

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার