হোম > সারা দেশ > জামালপুর

বাবার লাশ দেখতে ট্রেনে করে বাড়ির পথে তরুণ, পাথরের আঘাতে হাসপাতালে

জামালপুর প্রতিনিধি

বাবার লাশ দেখতে ট্রেনে বাড়ি আসছিলেন আকাশ (১৯) নামের এক তরুণ। কিন্তু পথে বাইরে থেকে ছুড়ে মারা পাথর মাথায় লাগলে আহত হন তিনি। রাত সাড়ে ১১টায় জামালপুর থেকে যমুনা ট্রেনে জামালপুরের সরিষাবাড়ীতে যাওয়ার পথে কেন্দুয়া স্টেশনের মাঝামাঝি বেলটিয়া এলাকায় দুর্বৃত্তরা পাথর ছুড়ে মারলে এ ঘটনা ঘটে। পরে অন্য যাত্রীরা তাঁকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

আকাশ সরিষাবাড়ী উপজেলার রামচন্দ্রখালী এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে। 

আকাশ জানান, তাঁর বাবা শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে মারা যান। খবর পেয়ে তিনি কুমিল্লা থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে জামালপুরে আসেন। রাত সোয়া ১১টার দিকে জামালপুর স্টেশন থেকে আন্তনগর যমুনা এক্সপ্রেসে তারাকান্দি স্টেশনের উদ্দেশে রওনা হন। জামালপুর পৌর এলাকার বেলটিয়া অতিক্রমের সময় দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। পাথরটি তার কপালে লাগলে গুরুতর জখম হন। আজ সকাল ১০টায় সরিষাবাড়ী পৌর এলাকার ধানআটা গ্রামে নিজ বাড়িতে তাঁর বাবার জানাজা অনুষ্ঠিত হবে। 

বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শারমিন সুলতানা শান্তা বলেন, ট্রেনে পাথরের আঘাতে আহত আকাশ নামের এক রোগী এসেছিলেন। তাঁর বাবার জানাজা ও দাফনের জন্য তিনি জামালপুর থেকে সরিষাবাড়ীর উদ্দেশে রওনা হলে ট্রেনে দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করলে তিনি আহত হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা