হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে পার্কের ওয়াচ টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে ছাত্রদল নেতার মৃত্যু

জামালপুর প্রতিনিধি 

জামালপুরের সরিষাবাড়ী পৌর ছাত্রদল নেতা ইমতিয়াজ আকুল মিয়া। ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে ঝাঁপ দিয়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামের এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকুল মিয়া পৌরসভার সাতপোয়া গ্রামের সামছুল হকের ছেলে। তিনি পৌর ছাত্রদলের নেতা ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, ঈদের আনন্দ উপভোগ করতে আকুল মিয়া তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অগোচরে তিনি পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফ দেন। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে টাওয়ারসংলগ্ন জমে থাকা পানিতে খোঁজাখুঁজি করেন। পরে পানির নিচে ডুবে থাকা অবস্থায় তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পার্কের মালিক রুহুল আমিন সেলিম বলেন, ‘পার্কে দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়। কিন্তু নিয়ম ভেঙে এভাবে পানিতে লাফ দেওয়া অনুচিত। নিহতের বড় ভাই আমার পার্কেই কর্মরত। তবে ঘটনার সময় আমি পার্কে উপস্থিত ছিলাম না।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ আমাদের জানায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২