জামালপুরের মাদারগঞ্জে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি লিখসনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে মাদারগঞ্জ উপজেলার পূর্ব জটিয়ার পাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দণ্ডপ্রাপ্ত আসামি লিখসন ওই এলাকার রবিউল কাশেমের ছেলে।
পুলিশ সূত্র জানায়, লিখসন মাদারগঞ্জ মডেল থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই যে লিখসন তাঁর বাড়িতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’ তিনি আরও বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাঁকে জামালপুর কারাগারে পাঠানো হয়েছে।’