হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া জাল টাকার মামলার রিমান্ড মঞ্জুর হওয়া সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম। 

গ্রেপ্তার হওয়া এই আসামির নাম রাজু আহমেদ (২৫)। তিনি নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। 

এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচে থাকা হাজতখানা থেকে পালিয়ে যান রাজু আহমেদ। এদিকে পালানোর পরপরই রাজুকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানার পুলিশের একটি দল। 

কোর্ট পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া রাজু আহমেদকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। 

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ঝিনাইগাতী উপজেলার ফুলহাড়ি ও বাকাকুড়া এলাকায় জাল টাকায় কেনাকাটা করার সময় হাতেনাতে ধরা পড়েন রাজু আহমেদসহ নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গুগড়াকান্দি গ্রামের মো. শাহিন (২৭) ও নকলা উপজেলার ভুরদী গ্রামের আনোয়ার হোসেন বাবু (৬৫)। ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় জাল টাকা হেফাজতে রাখা ও কারবারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা হয়। 

ওই মামলায় মঙ্গলবার বিকেলে ঝিনাইগাতী জিআর আমলি আদালতে তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ। পরে বিকেল ৪টার দিকে ওই তিন আসামিকে আদালত থেকে কোর্ট হাজতখানায় নিয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পরই রাজু ও শাহিন কৌশলে পালালে আদালত অঙ্গনেই আটক হয় শাহিন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য হাজত ইনচার্জ এসআই আব্দুল বারীসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে