হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৭ শিক্ষার্থী

জামালপুর প্রতিনিধি 

প্রবেশপত্র না পেয়ে জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। ছবি: আজকের পত্রিকা

জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি ১৭ শিক্ষার্থী। তাঁরা সবাই জামালপুর পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। প্রবেশপত্র না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। এ সময় প্রতিষ্ঠানটির সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে কর্তৃপক্ষ আত্মগোপনে চলে যায়।

গতকাল বুধবার (২৫ জুন) রাত ২টা পর্যন্ত অপেক্ষা করেও পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা কলেজে গিয়ে অধ্যক্ষের কক্ষে হট্টগোল করেন। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র বাবদ অর্থ নিয়েছে, কিন্তু তাঁদের পরীক্ষার জন্য কোনো কাগজপত্র দেয়নি।

ঘটনার পর থেকে প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ভবনে তালা লাগানো অবস্থায় রয়েছে। সরিয়ে ফেলা হয়েছে সাইনবোর্ডও। কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম সেলিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, ‘প্রমাণসহ লিখিত অভিযোগ পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বছর জামালপুর জেলায় ৫২টি কেন্দ্রে ২৬ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে