জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টা দিকে জামালপুর সদর উপজেলার পিংগলহাটি চৌরাস্তা মোড় (শাহবাজপুর) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাতো বোন।
নিহত শিশুরা হচ্ছে শাহবাজপুর এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে শুকরিয়া (৭) এবং এরশাদ হোসেনের মেয়ে আতিয়া (৭)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, কিছুক্ষণ আগে দুই শিশুর মৃত্যু খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, শিশু দুটি বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়েছিল। এর কিছুক্ষণ পর ওই দুই শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ডোবার পানিতে তাঁদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাঁদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।