হোম > সারা দেশ > জামালপুর

সামান্য বৃষ্টিতে দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে যেতে হয় ইসলামপুর থানায়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

বৃষ্টি হতে না হতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় জামালপুরের ইসলামপুর থানার প্রবেশপথে। আর এর ফলে দুর্গন্ধযুক্ত পচা পানি মাড়িয়ে আসা-যাওয়া করতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এ ছাড়া স্বাস্থ্যঝুঁকিসহ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। 

নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যসহ থানায় পুলিশি সেবা নিতে আসা মানুষের দাবি, অতি দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশন করে যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারা যায়, সেই ব্যবস্থা করা। 

থানার পুলিশ সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসন না করায় সামান্য বৃষ্টিতেই থানার প্রধান ফটক পানিতে তলিয়ে যায়। এতে পানিবন্দী হয়ে পড়েন থানা এলাকায় বসবাসরতরা। ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেনেজ সংযোগ না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে পুলিশ সদস্যসহ পুলিশি সেবাপ্রার্থীদের। তবে এ নিয়ে পুলিশ সদস্যরা মুখ না খুললেও অন্য ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে। 

সরেজমিনে দেখা গেছে, গত দুই দিনের বৃষ্টিতে থানার প্রধান প্রবেশপথে জলাশয়ের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অন্তত ৫০ ফুট রাস্তাজুড়ে পানি জমেছে। প্রবেশপথে রয়েছে দুর্গন্ধযুক্ত পচা হাঁটুপানি। আর এতে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। 

থানায় পুলিশি সেবা নিতে আসা উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, ‘থানায় ঢুকতেই হাঁটুপানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই। হাঁটুপানি ডিঙিয়ে থানায় যাইতে হইছে।’ 

উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর গ্রামের বাসিন্দা সোহেল রানা আজকের পত্রিকাকে বলেন, ‘থানার পুলিশ সদস্যদের পরিবারও পানিবন্দী হয়ে পড়েছে। আর প্রয়োজনে যারাই আসছে, তাদের সবাইকে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। 

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদস্যরা জানিয়েছেন, সামান্য বৃষ্টি হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হয় তাঁদের। 

এ বিষয়ে ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ আজকের পত্রিকাকে বলেন, ‘থানার প্রবেশপথে বৃষ্টির পানি জমে থাকার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পানি নিষ্কাশনের ড্রেনগুলো পরিষ্কার করার জন্য জরুরিভাবে কাজ করা হচ্ছে। অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।’

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২