হোম > সারা দেশ > জামালপুর

জামালপুরে নৌ-পুলিশের অভিযান ৩ ড্রেজার জব্দ, গ্রেপ্তার ১ 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে যমুনার শাখা নদী কাটাখালী নদীতে বালু উত্তোলনকালে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ৩টি ড্রেজার জব্দ করেছে ও এক ড্রেজার মালিককে গ্রেপ্তার করছে। আজ বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মো. হাবিল (৩৫) উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের আমিত্তি গ্রামের বাসিন্দা।

গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন নৌ-পুলিশের টাঙ্গাইল অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইসমাইল মিঞা ও জামালপুরের বাহাদুরাবাদ নৌ থানার (ওসি) ফজলুল হক।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের কাটাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন হাবিলসহ আরও ৪ বালু ব্যবসায়ী। তাঁরা একই জায়গায় তিনটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ৩টি ড্রেজার মেশিনসহ ৬টি শ্যালোমেশিন জব্দ করা হয়।

জামালপুরের দেওয়ানগঞ্জে বাহাদুরাবাদ নৌ থানার (ওসি) মো. ফজলুল বলেন, ‘৩টি ড্রেজার মেশিনের ৬টি শ্যালোমেশিন জব্দ জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। অভিযানের সময় এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়। বাকিরা টের পেয়ে আগেই পালিয়ে যায়।’

এ বিষয়ে নৌ-পুলিশের টাঙ্গাইল অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইসমাইল মিঞা বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে মেলান্দহ থানায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা