জামালপুরের বকশীগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ায় বাটাজোড় ইউনিয়নের ফেন্সি এন্টারপ্রাইজের মালিক মো. ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
জানা গেছে, গত রোববার খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগীরা ইউএনও ও সাংবাদিকদের কাছে চাল কম দেওয়ার বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল আজকের পত্রিকায় ‘ডিলারের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ইউএনও অভিযোগের বিষয়টি তদন্ত করেন। তদন্তে চাল কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে ইউএনও বলেন, ‘খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এমন কাজ করে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন সদা তৎপর রয়েছে।’