শেরপুরের নকলায় বিস্ফোরক মামলায় মোকছেদুল হক শিবলু (৫২) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চন্দ্রকোনা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘চলতি বছরের ১৬ জানুয়ারি নকলার থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বাদী হয়ে বিস্ফোরক আইনে নকলা থানায় একটি মামলা করেন। সেই মামলায় শিবলুকে আসামি করা হয়েছিল।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিবলু এখন জেলা বিএনপির সদস্য এবং চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি।